Thursday 13 June 2013

তুমি কত দূর !


জৈষ্ঠ্য মাসের তপ্ত বেলায়
ক্লান্তি ঘনায় চোখে ,
তোমায় যেন দেখে পাই ,
আবছা মেঘের মাঝে !
ঘুঘুর ডাকে ঘুম ভেঙ্গে যায় ,
যখন উষাকালে ,
সূর্যকিরণ স্নান করে যায় ,
যখন তোমার ভালে !
মুক্ত আলোয় খেলে বেড়ায় ,
যখন তোমার স্বপ্ন ,
ওই মনেরই মাঝে যেন ,
আমার আস্ত ভগ্ন !
সেই দুপুরেই রৌদ্র তাপে ,
যখন ক্লান্তি নামে দেহে ,
তোমার সুরের সুদুর দোলা ,
কাঁপিয়ে তোলে মোর !
দুপুর যখন বিকেল হয়ে ,
আসে আকাশ ছেয়ে ,
তোমার কোলে মাথা রেখে ,
আমি তখনও জেগে !
বিকেল শেষে রাতের অঙ্কে ,
নিদ্রা যখন যাই ,
আমার মাঝে তোমার ছোয়া ,
নিরন্তর তখনও পাই !
গভীর ঘুমে হঠাথ যখন ,
স্বপন ভেঙ্গে চুর ,
চোখের জল বুঝিয়ে দেয় ,
তুমি কত দূর !
~মঞ্জরী~

4 comments: