Thursday 12 July 2012

Confusion In Clarity !


Like my shadow, 
Who leaves me behind,
In the darkest hour of mine!
You discard me, 
Oh my divine ?

My inherent me says,
In me You are,
My awakening sprout!
Yet why each day,
You I doubt ?

When in my joy fine,
I shed drops saline,
And in each beat You exist!
Then why in pain,
You I resist ?

In my slumber, when I behold,
A dream, that to me,
You solely belong !
Then why in consciousness
You are oblivion ?


In my doubts and my questions,
In my logic and law of reasons,
I cannot get hold of you,
But,
In my beliefs and my faiths,
In my heartfelt emotions and the waits,
I find you smiling within me!

Wednesday 4 July 2012

তোমাতে আমি !

আমি মেঘ হয়ে ভাসবো ওই নীল আকাশে,
আমি বৃষ্টি হয়ে ভিজাব তোমায়ে,
আমি পাখি হয়ে ডানা মেলব , সকাল বিকেল,
আমি শুধু গান শোনাব তোমায়ে...

আমি অশ্রু হয়ে বইব তোমার দুনয়ান বেয়ে,
আমি যখন ঝড় হয়ে আসব তোমায়  জুড়ে,
আমি ভাসবো, তোমায়ে ভাসাবো, 
আমি নদী, আমি  জল, আমিই কুল...

আমি বিস্তীর্ণ বালুকারাশি তোমার হৃদয় মরুতে,
আমি মরীচিকা, আমি আলেয়া, আমিই সেই 'নেই',
আমি  আবার সেই 'আছি'  আমি  মিথ্যে, 
আমি  সত্য, আমি  অপূর্ণতা, আমিই তো পূর্ণ..

আমি সেই আখান্খা, আমি  তো তোমার আশা,
আমি নিস্তব্ধতা তোমার দুপুরের, আমি নিরবতা,
আমি তোমার শব্দ, আমি তোমার কথা,
আমি  তোমার উল্লাসের হাসি, আমিই চঞ্চলতা...

আমি তোমার একমাত্র জীত, আমি তোমার হার ও 
আমি তোমার সপ্ন রঙিন, আমিই  তো বাস্তবে লিপ্ত,
আমি তোমার জীবন ধাঁধা, আমি সরল জবাব,
আমি তোমার অস্থির মন, আমিই শান্তি নির্লিপ্ত...

আমি যখন আমি ছিলেমনা, অনেক আগের কথা,
আমি, যখন, তুমি ছিলেমনা, সেদিনকার ব্যথা,
আমি আজ আমি হয়েছি, তোমার মাঝে প্রকাশ,
আমি আজ আত্মা তোমার, আমিই তোমার লাশ... 

Sunday 1 July 2012

ক্ষণিকের  মুক্তি !


নির্লিপ্ত শান্তি .. কেউ নেই, কোথাও...
চারধারে ঢেউ আর ঢেউ...
আমার সমুদ্র আজ বড়ই  ধুসর ...
নীলের আবেশ  যেন খওয়া গেছে...
বালিতে আজ নেই সেই সোনালী রং!

আমি জানালায়ে একা বসে আছি...
ধু ধু  বইছে বিকেলের হওয়া ..
পাখীরা আপন  ডানা  মেলে,
উড়ে গেছে আপন নীড়ে !
আমার যে নীড়ও আজ  খওয়া গেছে !

তোমার ভালবাসাও আজ  আমায়ে ,
পারলেনা  রোজকার মতো ভোলাতে ...
আমার ফাঁকি আমার কাছেই ধরা দিলে,
দুচোখে আঁকা সেই জলছবি, ধুয়ে গেল..
আপন চোখের জলে.. আমার মুক্তি হয়েছে!