Thursday 30 January 2014

পাইনে খুঁজে ডানা !

গভীর রাতের বুকের মাঝে 
ওই যেন কি সুর বাজে ?

কোন বিরহের অলংকারে 
নুতুন বধু  সাজে ?

কোন হওয়াতে ভেসে বেড়ায় 
কোন  বীণারই   তান ?

আমার কানে কেবলি শুনি 
তোমার সেই মাউথ -অর্গান !

কোন পরশের আলো পেয়ে 
গায়ে ছন্দ জাগে ?

আমার বুকের স্পন্দনে  কি 
তোমার হৃদয় কাঁপে ?

কোথায় যেন দেখতে পেলেম 
একটু খানি  আলো ?

তার  ছবিকে আমি কেন 
বেসেছি  এতো ভালো ?

ছুটে বেড়াই রাতে দিনে 
কেন যে নেই  মানা  ?

রোজী ভাবি উড়ে যাব 
শুধু  পাইনে খুঁজে ডানা !

~মঞ্জরী~




1 comment:

  1. Tui ki korish re ? FB ki chere dili ? :( Tobe eta darun hoyeche. Chande bhara ! Dana tor royeche. Ekbar akash ta shudhu khuje ne :) Darun hoyeche eta :)

    ReplyDelete