Saturday 31 October 2015

আজো প্রেম

বৃষ্টি আজো চিঠি লিখে 
তৃষার্ত এই মাটিকে 
মেঘ আজো প্রেম করে 
আকাশের ওই ঘাটিতে 

ফুলের বুকে আজ ভ্রমর 
গুনগুন সুরে গায় 
ঘাসের মাঝে ঝরা পাতা 
আজো লুটোপুটি যায় 

ঘুমের যখন ক্লান্তি আসে 
আমার চোখে নামে 
তোমার কথা মনে হলে 
লজ্জা অষ্ট চুমে 

পথের বাঁকে দাড়িয়ে ওরা 
আজো প্রেম করে 
আজো আমি  হাড়িয়ে যাই 
তোমার স্মৃতির ভীড়ে 

আজো ঠিক তেমনি আছে 
আমার রাতের আকাশ'
শুধু একটু যেন ধূসর লাগে 
নিশীথের ওই চাঁদ 

তুমি আছো , আমি আছি 
আছে আজো প্রেম 
শুধু নেই সেই দিনগুলো 
যা পেছনে ফেলে এলেম 

আবার যদি দেখা হয় 
নিভৃতে কোনো দিন 
চোখ বুজে আবার দেখব 
স্বপ্ন রঙ্গিন, স্বপ্ন অন্তহীন 

~ মঞ্জরী ~








No comments:

Post a Comment