নানান কথায় তোমায় সাজাতে লোভ হয়
রোজ একটি করে কবিতা লেখার ইচ্ছে হয়
অন্তরের জমাট ধরা নানা রং
তোমার উষ্ণতায় গলিয়ে নিয়ে
ছবি আঁকতে ইচ্ছে হয়
আমার, বেঁচে থাকতে ইচ্ছে হয় !
কোনো এক চঞ্চল প্রজাপতির ডানায় চেপে
উড়ে বেড়াতে ইচ্ছে হয়...
আমার ভালো লাগাগুলোকে গুছিয়ে রেখে
তোমায় উপহার দিতে ইচ্ছে হয়...
আকাশের গায়ে আল্পনা এঁকে
তোমার হাথ ধরে তা দেখবার ইচ্ছে হয়..
মেঘের ওপর দিয়ে আলতো করে
দৌড়োতে ইচ্ছে হয়...
তুমি আমায় খুঁজে বের করবে
সেই ভেবে হারাতে ইচ্ছে হয়...
ভালবাসার অতলে ডুবতে ইচ্ছে হয়
আবার তোমায় নতুন করে
পাইতে ইচ্ছে হয়...
আধো রাতে ঘুম ভাঙলে
তোমায় দেখতে ইচ্ছে হয়...
আমার সব ইচ্ছেগুলোকে আঁকড়ে ধরে
অমর হতে ইচ্ছে হয়...
ইচ্ছেখুশি মতো, ইচ্ছেগুলোর মালা গেঁথে
তোমায় পরাতে ইচ্ছে হয়...
আমার রোজ একবার করে
বেঁচে থাকতে ইচ্ছে হয় !
~মঞ্জরী~
No comments:
Post a Comment