প্রেমিক তুমি ?
কিন্তু ঠিক তেমন করে
ভালবাসতে শিখলে কই ?
বুকের পাঁজরে স্তব্ধ হওয়া
হৃদপিণ্ডে , তুমি আবার
স্পন্দন দিলে কই ?
আমার এই সিক্ত চোখে
তোমার প্রতিবিম্ব
তুমি আঁকলে কই ?
আমার রক্তের
ওই লাল রংগে
তোমার রং মিশল কই ?
শীতের হাওয়ায়
কম্পিত দেহে
তোমার পরশ লাগলো কই ?
আমার নেশার চোখে
তোমার মুখখানি
ভেসে আজ উঠলো কই ?
আমার এই না বলা কথার'
গভীর মানে , তাহার মর্ম'
তুমি বুঝলে কই ?
প্রেমিক তুমি ?
কিন্তু ঠিক তেমন করে
ভালবাসতে শিখলে কই ?
~মঞ্জরী~
No comments:
Post a Comment