এক ডালি ফুল
কিনে দেবে আমায় ?
খানিকটা পূবের ঘরের
ফুলদানিতে সাজিয়ে রাখব,
আর কোটি গুজবো
আমার সিক্ত চুলে
চান সেরে যখন বসব ,
দক্ষিণের খোলা জানালায় ;
ফুলের পাপড়ি খসে পরবে
ঝকঝকে মেঝেতে
আমি কুড়িয়ে নেবো
তুলে রাখব ঝরা ফুল
রাঙ্গা উপহারের
রাঙাবো আমার কর্ণমূল ;
ফুলে জড়িয়ে থাকা
ভালবাসা , মৃদু গন্ধ ছড়াবে
আমি তা গায়ে মেখে
ভেসে যাবো
অন্তহীন নীলাকাশে
এক খন্ড মেঘে চেপে ..
দূর, বহু দূর !
এক ডালি ফুল
কিনে দেবে আমায় ?
তোমার দেওয়া
ফুলে জড়িয়ে
আমার স্বপ্নগুলো
অক্ষয় হউক !
~ মঞ্জরী ~
No comments:
Post a Comment