Thursday, 19 March 2015

যাবে ? বলো ...

অলস মনের কোণে  যেন
হাজার কথার ভিড়
ক্ষণে ক্ষণে ভেঙ্গে পরে
আপন গড়া প্রাচীর...

বহু দিনের বাদে সেদিন
তোমায় আমায় দেখা
এখনো ভুলিনি তোমার
সেই বাঁকা হাসির রেখা...

কিছু শব্দের মাঝে
কিছু নীরব ক্ষণ
তুমি যখন চুপ ছিলে
আর আমিও  চুপ যখন'...

ফেলে আসা দিনগুলি
কেন পিছু ডাকে
এখনো কেন দাঁড়িয়ে আমি
একা, ভাঙ্গা পথের বাঁকে...

জীবন শ্রোতে ভেসে চলে
আমার জীবন তরী
কোন তৃষ্ণা মিটাব বলে
জীবন পাত্র ভরী..

বহু দূরের কুয়াশা যখন
গাড়ো হয়ে আসে
জলের মাঝে তখন কিগো
আমার ছবি ভাসে.. ?

কতো  পথ হয়েছি পাড়
কতো যুগ হেঁটে
কতো স্বপ্ন ভেঙ্গেছি আমি
আচঁড়ে, সবুজ মাঠে..

এবার আমি পালিয়ে যাব
হারাব ফুলের রংগে
তুমিও কি যাবে বলো
হারাতে আমার সঙ্গে ?

~ মঞ্জরী ~









No comments:

Post a Comment