Sunday, 1 July 2012

ক্ষণিকের  মুক্তি !


নির্লিপ্ত শান্তি .. কেউ নেই, কোথাও...
চারধারে ঢেউ আর ঢেউ...
আমার সমুদ্র আজ বড়ই  ধুসর ...
নীলের আবেশ  যেন খওয়া গেছে...
বালিতে আজ নেই সেই সোনালী রং!

আমি জানালায়ে একা বসে আছি...
ধু ধু  বইছে বিকেলের হওয়া ..
পাখীরা আপন  ডানা  মেলে,
উড়ে গেছে আপন নীড়ে !
আমার যে নীড়ও আজ  খওয়া গেছে !

তোমার ভালবাসাও আজ  আমায়ে ,
পারলেনা  রোজকার মতো ভোলাতে ...
আমার ফাঁকি আমার কাছেই ধরা দিলে,
দুচোখে আঁকা সেই জলছবি, ধুয়ে গেল..
আপন চোখের জলে.. আমার মুক্তি হয়েছে!


No comments:

Post a Comment