আধো ঘুম, আধো জাগা,
এরই মাঝে স্বপ্ন বাঁধা,
ভেসে যায় সামনে দিয়ে,
তবুও কেন সে অধরা ?
অধরাকে ধরতে গিয়ে ,
ফিরতে হলো সেই জগতে ,
দেখি সে যে এখনো দাঁড়িয়ে
পথের সেই বাঁকের ধারে ।
স্বপনে তারে পেয়েছি আমি ,
একদিন গভীর ঘুমের মাঝে,
জানি সে যাবে হারিয়ে আবার ,
প্রচন্ড সেই ঢেউ এর খাজে !
পাবার আশা নাই যে আমার ,
শুধু জানি ভীষণ ভালবাসি,
আমার নয়, তবুও আমার ,
এই জানাতে আমি বাঁচি!
No comments:
Post a Comment