Monday, 24 October 2016

শেষ আলিঙ্গন






সেদিন আকাশ মেঘাছন্ন...
গুড়িগুড়ি বৃষ্টি
জালনার কাঁচে 
আঁকলো ভালোবাসার 
পদচিহ্ন ...
আমি তখনো 
এক দৃষ্টে 
বাইরে তাঁকিয়ে 
তুমি গাড়ি হাঁকিয়ে 
এসে দাঁড়ালে 
আমার হাজার স্বপ্নের 
গা বেয়ে ...
দরজায় কড়া পড়লো 
ছুটে গিয়ে খুললুম 
ঝাঁপিয়ে পড়লুম 
তোমার বক্ষে 
তোমার বাহুর বাঁধনে 
ধরা দিলেম ....
চোখের জল 
মিশে গেলো 
আকাশের জলের মাঝে 
দিন এর মাঝে হারালো 
না যানি কত রাত 
রাতে হারালো 
হাজার দিন
অন্তহীন ....
কেটে গেলো 
না জানি কত বছর 
সেই বৃষ্টির গন্ধ 
মুছে যায়নি ...
থেমে যায়নি 
আমার হৃদপিন্ডে 
আটকে থাকা 
তোমার স্পন্ধন ...
জানি না কি ভাবে 
বেঁচে আছে আজো 
আমার মাঝে 
তোমার আলিঙ্গন 
তোমার শেষ আলিঙ্গন ....

~মঞ্জরী~



No comments:

Post a Comment