ঠিক যেন ভরাও নয়
আবার ঠিক নয় শুন্য ,
পূর্ণ রিক্তের মাঝামাঝি
হৃদয় আমার অনন্য ।
কোথাও কিছু খুঁজে পাওয়া
কিছু কোথাও হারিয়ে ফেলা ,
পাওয়া খোয়ার মাঝামাঝি
নিশব্ধে, একা পথ চলা ।
একাও নয় যেন একদম
সাথেও যেন নেই কেউ ,
নিঃসঙ্গতার পিঠে চড়ে
খেলছে জীবন ঢেউ ।
ভালো সে বাসেনা এমন নয়
ভালবাসে, তাও যেন বুঝিনে,
বোঝাবুঝির আড়ালে দাড়িয়ে
এলোমেলো সন্ধ্যে আর আমি গুছাইনে ।
চলছে জীবন নিজের দায়ে
হাসছে মরণ পাছে ,
বলছে যেন যতই পালা
শেষে আসবি বৈকি আমার কাছে ।
~ মঞ্জরী ~
No comments:
Post a Comment