সাদা ব্যথাকে কালো করে ফুটিয়ে তুলতে
আজ আমার অনেক শব্দের দরকার
সাদা কাগজে কালো শব্দ
তোমার বুকের পাজরে
বন্দী হয়ে থাকা
আমার সকল শব্দ
আমায় ফিরিয়ে দাও, তুমি ..
আজ ফিরিয়ে দাও
তোমার ঠোঁটে বিলীন হয়ে যাওয়া
আমার সেই হাসি ..
দাও ফিরিয়ে , তোমার নজরবন্দী হয়ে থাকা
আমার সেই দৃষ্টি ..
দাও ফিরিয়ে আমার অসাড় দেহে
প্রানের স্পর্শ ..
আমাকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি ... !
~ মঞ্জরী ~
No comments:
Post a Comment