Monday, 20 April 2015

আমি আছি


ওই নীল্ দিগন্তে যখন 
আধখানা চাঁদ উঁকি দেবে 
গ্রীষ্মের উষ্ণ বিকেলে 
তুমি জেনো , আমি আছি 

যখন বর্ষার ভিজে ঘাসে 
তুমি পা ফেলবে 
আর শিউরে উঠবে তোমার গা 
তুমি জেনো , আমি আছি 

যখন শরতের মেঘে 
বইবে কারো আগমনী বার্তা 
কাশ ফুলে লাগবে দোল 
তুমি জেনো , আমি আছি 

ঝিম ধরা কোনো এক 
হেমন্তের সন্ধ্যেতে বসে 
তুমি যখন মাউথ অর্গান বাজাবে 
তুমি জেনো , আমি  আছি 

কোনো এক শীতের দুপুরে 
তোমার পিঠ বেয়ে যখন 
রোদ উঠবে 
তুমি জেনো , আমি আছি 

যখন চারপাশে ফুল ফুটবে 
আর তুমি একা বসে 
বসন্তের গান গাইবে 
তুমি জেনো , আমি আছি 



তোমার ছয় ঋতু জুড়ে ,তোমার দিন রাত্রি ভরে 
তোমার মাঝে' আমি চিরকাল আছি !

~ মঞ্জরী ~

No comments:

Post a Comment