দূরে, বহু দূরে ..
যেখানে পরশ পৌছয় না ..
বানী যেখানে বাকশুন্য ,
সব দৃষ্টির আড়ালে..
আমি এখনও হয়ত আছি ।
ভাল মন্দের অপারে
চাওয়া পাওয়ার বাইরে ..
এক আনুভুতি হয়ে..
আমি আজো আছি ।
যেখানে পরশ পৌছয় না ..
বানী যেখানে বাকশুন্য ,
সব দৃষ্টির আড়ালে..
আমি এখনও হয়ত আছি ।
ভাল মন্দের অপারে
চাওয়া পাওয়ার বাইরে ..
এক আনুভুতি হয়ে..
আমি আজো আছি ।
দূরে, বহু দূরে ..
যেখানে শীতের কুওাশায়ে ..
চারধার আছন্ন্য ,
যেখানে কিছু কিছু স্মৃতি..
আজো ডানা মেলতে চায় ,
হয়ত তুমি আজো আছো ..
কত কথার ভারে, চাপা ..
তোমার না বলা কথায় ,
তুমি আজো আছো ।
যেখানে শীতের কুওাশায়ে ..
চারধার আছন্ন্য ,
যেখানে কিছু কিছু স্মৃতি..
আজো ডানা মেলতে চায় ,
হয়ত তুমি আজো আছো ..
কত কথার ভারে, চাপা ..
তোমার না বলা কথায় ,
তুমি আজো আছো ।
~ মঞ্জরী ~
No comments:
Post a Comment