তোমারে লয়ে চলিনু একা,
আমি তোমার লাবন্য,
সাগরে দিনু পাড়ি
পেরিয়ে মরু অরণ্য !
আমি তোমার লাবন্য,
সাগরে দিনু পাড়ি
পেরিয়ে মরু অরণ্য !
এসো হে আমিত রায়
এসো, এই বালি আজ তপ্ত ,
আমার শীরায় বইছে দেখো
তোমারই নাড়ির রক্ত !
এসো, এই বালি আজ তপ্ত ,
আমার শীরায় বইছে দেখো
তোমারই নাড়ির রক্ত !
এই ঝর্ণা, এই পাইন,
এই রডোডেনড্রন এর ভাগ্যে,
আজও লেখা রয়েছে জেনো
আমারই মত, তোমাকেই খুঁজতে !
এই রডোডেনড্রন এর ভাগ্যে,
আজও লেখা রয়েছে জেনো
আমারই মত, তোমাকেই খুঁজতে !
~ মঞ্জরী ~
No comments:
Post a Comment