শেষ দেখা ...
কেন আঘাত করো
রুদ্ধ কপাটে মোমো ?
আমি নিভিয়াছি ,
শেষ রজনীর ,
শেষ শিখা সমো ...
অরুনাস্থের শেষ রশ্নি ,
রান্গিয়াছিল মোর ,
শেষ আকাশের কোন ,
সেও মিলিয়াছে ..
হলো বহুক্ষণ ..
কেন তবে ? হে অচেনা ,
বারবার আসো ফিরিয়া ..
মোর ললাটে দিবে ,
আবার আঁকিয়া ..
তোমার জয়ের ..
শেষ রক্তটিকা ..?
আমি পরাজিত ,
হে পথিক ..
বহু যূগ আগে ..
মানিয়াছি হার ..
তোমারে দেবার ..
তরে গাঁথিযাছি ..
মোর শেষ পুষ্পে
এই মোর শেষ মালাখানি ..
আমি জানি ..
এই মোর শেষ দান ,
শেষ অভিমান ..
এর পর যাহা রবে ..
মলীন স্মৃতি মাখা ..
মনে রেখো ..
এই মোদের শেষ দেখা ...
তোমার আমার এই শেষ দেখা !
~মঞ্জরী~
কেন আঘাত করো
রুদ্ধ কপাটে মোমো ?
আমি নিভিয়াছি ,
শেষ রজনীর ,
শেষ শিখা সমো ...
অরুনাস্থের শেষ রশ্নি ,
রান্গিয়াছিল মোর ,
শেষ আকাশের কোন ,
সেও মিলিয়াছে ..
হলো বহুক্ষণ ..
কেন তবে ? হে অচেনা ,
বারবার আসো ফিরিয়া ..
মোর ললাটে দিবে ,
আবার আঁকিয়া ..
তোমার জয়ের ..
শেষ রক্তটিকা ..?
আমি পরাজিত ,
হে পথিক ..
বহু যূগ আগে ..
মানিয়াছি হার ..
তোমারে দেবার ..
তরে গাঁথিযাছি ..
মোর শেষ পুষ্পে
এই মোর শেষ মালাখানি ..
আমি জানি ..
এই মোর শেষ দান ,
শেষ অভিমান ..
এর পর যাহা রবে ..
মলীন স্মৃতি মাখা ..
মনে রেখো ..
এই মোদের শেষ দেখা ...
তোমার আমার এই শেষ দেখা !
~মঞ্জরী~
No comments:
Post a Comment