Saturday, 31 October 2015

আজো প্রেম

বৃষ্টি আজো চিঠি লিখে 
তৃষার্ত এই মাটিকে 
মেঘ আজো প্রেম করে 
আকাশের ওই ঘাটিতে 

ফুলের বুকে আজ ভ্রমর 
গুনগুন সুরে গায় 
ঘাসের মাঝে ঝরা পাতা 
আজো লুটোপুটি যায় 

ঘুমের যখন ক্লান্তি আসে 
আমার চোখে নামে 
তোমার কথা মনে হলে 
লজ্জা অষ্ট চুমে 

পথের বাঁকে দাড়িয়ে ওরা 
আজো প্রেম করে 
আজো আমি  হাড়িয়ে যাই 
তোমার স্মৃতির ভীড়ে 

আজো ঠিক তেমনি আছে 
আমার রাতের আকাশ'
শুধু একটু যেন ধূসর লাগে 
নিশীথের ওই চাঁদ 

তুমি আছো , আমি আছি 
আছে আজো প্রেম 
শুধু নেই সেই দিনগুলো 
যা পেছনে ফেলে এলেম 

আবার যদি দেখা হয় 
নিভৃতে কোনো দিন 
চোখ বুজে আবার দেখব 
স্বপ্ন রঙ্গিন, স্বপ্ন অন্তহীন 

~ মঞ্জরী ~








Wednesday, 28 October 2015

Forsaken Love

That excruciating pain
Deep within the soul
Buried beneath the
Rubble of blur memories
Almost strangulating
The leftover of me
I cannot bear, 
Bear anymore
The burden of 
Ever-expanding distance
Where two parched souls
Live together in separation.
Each evening ushers
A tornado in my heart
Each night slides 
An avalanche ..
Yet the eternal wait
Which blooms within
Like the fragrant
Jasmines ... buds open
Then I sit to compose
Another poem
Touched by your hands
Words stolen from your soul..
Oh ! What would I pen
What would I have written
If you had not given..
Some love, forsaken !

~Manjuri~