Monday, 25 August 2014

আমরা দুজনে !

চলো বেড়িয়ে পরি.....!
আমরা দুজনে....
সমুদ্র থেকে পাহাড়ে...
আর মরুপ্রান্তরে..
যেখানে আকাশ...
সীমাহীন নীল..
তুমি, আমি , আর..
কিছু গাংচিল..
হাথে হাথ ,
চোখে চোখ, আর,
হারিয়ে যাওয়া
মুখের বাক.. !
সূর্য ওঠা ,
লাল দিগন্তে..
তারই আভাস... !
হৃদয় প্রান্তে
আকুল ডাক 
তুমি আমি হতবাক ..!
না থাকুক ,
কিছু পাবার আশা..
না কিছু হারাবার ভয়..
এমনি করে নিশ্চিন্তে বাঁচা..
তোমায় আমায় দুজনায় !
রঙ্গিন স্বপ্নের,
রংহীন ফাঁকি,
সাদাকালোয়ে,
মোরা আঁকি...
আমি তোমার কাধে 
রেখে তখন মাথা 
মুগ্ধ নয়নে দেখছি
কাঠবেড়ালীর খেলা !
সাগরের ঢেউয়ে 
শুনি জীবনের গান 
অবিরাম !
তুমি আমি দুজনায়ে !
নাইবা কইলে তুমি কথা ..
তোমার এই নীরবতা ..
ভালোবাসে আমায় !
আমি তা জানি  !
তাই আবার বলি ,
নিজেদের দিয়ে ফাঁকি ..
চল আমরা বেড়িয়ে পড়ি ..
তুমি তোমায় খোঁজো ..
আমি আমায় খুঁজি ..
তুমি আমায় পাও ..
আমি তোমায় পাই ..
এসো মরা হারিয়ে যাই ...
চলো যাই , একটু বাঁচতে ,
চলো যাই  !!

~মঞ্জরী~





Tuesday, 12 August 2014

I Have Not.. I Shall Not.. !!

 
I have not loved anyone, this very much..
As I loved you..
Nor shall I ever love anyone, so very much..
As I loved you..
I have not longed for anyone, this very much..
As I longed for you..
Nor shall my heart ache, so very much...
As it ached for you..
I have not smiled , this very much..
As I smiled with you..
Nor did I weep for anyone, so very much..
As I have wept for you..
I have not draped my words, this very much..
As I draped them for you..
Nor have I dressed in silence, so very much..
As I have dressed for you..

I have not.. I shall not.. 
I will not breathe for anyone else..
If you stop to be the air around me..
Let life pause on my arrested pulse .. !

~Manjuri~

Amidst Nothingness !

Its Nothing Everywhere !

~Manjuri~