বর্ষা শেষের শেষ বৃষ্টি,
কাল গিয়েছে ঝরে ;
আজ শুকনো মাটির ,
শুকনো আবেগে
ভালোবাসো না ?
মোরে ?
শরৎ আসবে কাল পরশু ,
হেমন্ত তারপরে ;
শুকনো পাতার
রোদন ধাড়ায়ে
স্মরণ ?
করবে মোরে ?
হেমন্ত শেষে, শীতের ছোওয়া
বসে সাগর তীরে ;
আমায় তুমি ভালবাসবে
আবার ?
আরো একবার ?
আগের মতো করে ?
তারপর সেই মধূ বসন্ত ,
আসবে নুতুন করে ;
মাটির গায়ে রামধণু ,
ফুল আঁকবে যেমন পারে ,
তখন ? শূন্য মনে ?
তুমি ভাববে মোরে ?
~মঞ্জরী~